প্রশ্নকারী লিখেছেন 7 years ago
আমি সন্তান নিতে চাই ,আমার প্রসাবে জ্বালা পোরা করে ,আর যখন প্রসাবে জ্বালা পোরা জন্যে ঔষুদ খেয়ে কমছে ,এখন আমার প্রসাবের যাওগা চুলকায় ।এতে আমার কি করনীয়????

1 Reply

ডাক্তার লিখেছেন 7 years ago
আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। জ্বালা পোড়ার জন্য কি ঔষধ খেয়েছেন জানতে পারলে ভাল হত কারন অনেকসময় এন্টিবায়োটিক এর প্রভাবে শরীরের উপকারী ব্যাক্টিরিয়া মারা যায়। এর ফলে ফাঙ্গাস বা ছত্রাকের আক্রমন শুরু হয় এবং তখনই চুলকানি হয়। চুলকানি অল্প হলে কিছুদিনের মধ্যে এমনি ঠিক হয়ে যাবে। খুব বেশী চুলকানি হলে এন্টিফাঙ্গাল ক্রিম/ট্যাবলেট ব্যবহার করতে হবে। আপনি যেহেতু সন্তান নিতে চাচ্ছেন, উপযুক্ত পরামর্শের জন্য একজন গাইনি ডাক্তার দেখান। ধন্যবাদ। ভালো থাকবেন।