ভূমিকা

রোগ প্রতিকারের চেয়ে প্রতিরোধ-ই উত্তম। আমরা সাধারণত প্রাথমিক অবস্থায় রোগকে অতটা গুরুত্ব দেই না। বেশীরভাগ মানুষই কুসংস্কার এ বশবর্তী হয়ে ঝাড়ফুঁক, ভন্ডামি ও কবিরাজি চিকিৎসার দিকে দ্বারস্থ হয়। কেউ কেউ আবার নিজের বা অপরের কথায় ফার্মেসী থেকে নানা রকমের ঔষধ গ্রহণ করে ডাক্তারের পরামর্শ ছাড়াই।

আমরা ডাক্তারের কাছে সহজে যেতে চাই না। এর কারণ যাই হোক না কেন, সবশেষে ক্ষতি কিন্তু আমাদেরই। কারণ আমরা এমন এক সময় ডাক্তারের কাছে যাই যখন আমরা আমাদের অনেকখানি ক্ষতিই করে ফেলি এবং ডাক্তারদের আর করার তেমন কিছু থাকে না।

একটু সচেতনতাই এ অবস্থা পুরোপুরি বদলে দিতে পারে। আমাদেরকে আমাদের শরীর ও মন এবং রোগ সম্পর্কে জানতে হবে। ভালো থাকি ডট কম আপনাদেরকে স্বাস্থ্য সম্পর্কে জানার সুযোগ করে দিয়ে সবাইকে সুস্থ ও ভালো রাখার স্বপ্ন দেখে।

আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। আমাদের অগ্রগতির স্ট্যাটাস দেখুন।

লক্ষ্য ও উদ্দেশ্য

  • ইন্টারনেট ব্যবহার করে পৃথিবীর সকল বাঙলাভাষীদের ডাক্তারের পরামর্শ নেবার ব্যবস্থা করা।
  • অটো-চেকআপ ব্যাবহার করে দৈনন্দিন স্বাস্থ্য সমস্যায় কি করতে হবে সে সম্পর্কে গাইডলাইন প্রদান করা।
  • সর্ব-সাধারণের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির জন্য সহজবোধ্য আর্টিকেল প্রকাশ করা।