ভূমিকা


আমাদের সার্ভিস ব্যবহার করার পূর্বে অনুগ্রহ করে নিম্নলিখিত শর্ত ও নীতিমালা মনোযোগ সহকারে পড়ে নিন।

আমাদের সার্ভিসের যে কোনো ধরনের ব্যবহার নির্দেশ করে যে, আমাদের শর্ত ও নীতিমালার প্রতি আপনার সম্মতি রয়েছে। শর্ত ও নীতিমালার কোনো অংশ আপনার কাছে অগ্রহণযোগ্য মনে হলে অনুগ্রহ করে সার্ভিস ব্যবহার করা থেকে বিরত থাকুন।

আমরা যে কোনো সময় এই শর্ত ও নীতিমালার পরিবর্তন করতে পারি। এ ধরনের কোনো পরিবর্তনের পর আপনি সার্ভিস ব্যবহার করলে ধরে নেওয়া হবে যে, পরিবর্তনগুলির প্রতি আপনার সম্মতি রয়েছে।

স্বাস্থ্যবিষয়ক পরামর্শ প্রদান


আমরা আপনার স্বাস্থ্য সমস্যার পরামর্শ দিয়ে থাকি, চিকিৎসা নয়। রোগ প্রতিরোধে আপনার কি কি করনীয় বা রোগ যাতে আরও খারাপের দিকে না যায় সে সম্পর্কে আমরা আপনাদের পরামর্শ দিব। এছাড়াও স্বাস্থ্য সম্পর্কে না কুসংস্কার বা অজ্ঞতা দূর করতে আপনাদের প্রশ্নের উত্তর দিব।

আমরা কোন জরুরি অবস্থা বা ইমারজেন্সি কন্ডিশনের কোন রকম পরামর্শ প্রদান করব না, এক্ষেত্রে সব সময়ই হাসপাতালে যাবার জন্য আমাদের পরামর্শ থাকবে।

আমরা যত সম্ভব দ্রুত পরামর্শ দেবার চেষ্টা করব। তবে কোন সমস্যায় পরামর্শ না দেবার এখতিয়ার ও আমাদের আছে।

আমাদের পরামর্শ নিতে আপনার কোন টাকা খরচ হবে না (ইন্টারনেট ছাড়া), তবে ভবিষ্যতে পরামর্শ নেবার জন্য চার্জ যুক্ত করার ক্ষমতা আমাদের থাকবে।

আপনার প্রশ্ন ও আমাদের উত্তর সবাই দেখতে পাবে। এক্ষেত্রে আপনি যদি শারীরিক সমস্যার বা প্রেসক্রিপশন বা রিপোর্টের ছবি মোবাইল দিয়ে তুলে সংযুক্ত করে থাকেন তা অবশ্যই গোপন থাকবে।

অটো-চেকআপ


অটো-চেকআপ হল ডাক্তারদের দিয়ে তৈরী দৈনন্দিন স্বাস্থ্য সমস্যার কিছু প্রশ্নাবলী। আপনি যে সমস্যা সিলেক্ট করবেন তার সাথে সম্পর্কিত প্রশ্ন আপনাকে করা হবে। এর মাধ্যমে আপনাকে কি করতে হবে তার গাইডলাইন পাবেন।

মনে রাখতে হবেঃ অটো-চেকআপ আপনার কোন ধরনের রোগ নির্নয় করে না বা রোগ নির্নয়ে সাহায্য করে না। অটো-চেকআপ কেবলমাত্র আপনার সমস্যা এনালাইসিস করে সম্ভাব্য করনীয় সম্পর্কে আপনাকে সাজেশন প্রদান করে।

অটো চেকআপ ব্যবহার করে নিজেই নিজের চিকিৎসা করলে তার দায়ভার সম্পূর্ণ আপনাকে বহন করতে হবে। এর জন্য কোন ভাবেই আমাদেরকে দায়ী করা যাবে না।

আমরা যে কোনো সময় নিম্লিখিত পদক্ষেপগুলি নেয়ার ক্ষমতা রাখি


কোনো ব্যবহারকারী আমাদের শর্ত ও নীতিমালা ভঙ্গ করলে তাকে সেবা থেকে অপসারিত করা।

আপনাদের সাবমিটকৃত এমন কোন কিছু অপসারণ করা যা কোন ব্যক্তি, প্রতিষ্ঠান, গোত্র বা দেশের জন্য হুমকি বা অপমানস্বরূপ।

আমাদের বা অন্য কোন পক্ষের বিজ্ঞাপন প্রকাশ করা

আমাদের যেকোন সার্ভিসের পরিবর্তন, পরিমার্জন বা অপসারণ করা।