প্রশ্নকারী লিখেছেন 7 years ago
আমার গত ৩-৪দিন ধরে বুকের নিচ থেকে নাভী পর্যন্ত পেঠের ভিতরে ভীষণ জ্বালা পোড়া করছে??? অনুগ্রহকরে কি করে জানান প্লিজ!

1 Reply

ডাক্তার লিখেছেন 7 years ago
আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। সম্ভবত আপনার গ্যাসের সমস্যা হচ্ছে। ভাজা পোড়া চেল চর্বি জাতীয় খাবার খাবেন না। যখন জ্বালা পোড়া শুরু হয় তখন লিকুইড এন্টাসিড সিরাপ খেয়ে দেখতে পারেন। খাবার পর জ্বালা পোড়া কম মনে হলে মোটামোটি নিশ্চিত গ্যাসের সমস্যার কারনেই এমন হচ্ছে। এমন হতে পারে আপনার গ্যাসের সমস্যা আগে থেকেই ছিল এবং রোজা থাকার কারনে তা বেড়ে গেছে। তবে নিয়মিত কিছু ঔষধ (অমিপ্রাজল/পেন্টোপ্রাজল/রেবিপ্রাজল + এন্টাসিড) এবং খাদ্যাভাস পরিবর্তন করলে রোজা আপনার গ্যাসের সমস্যায় তেমন প্রভাব ফেলবে না। ধন্যবাদ। ভালো থাকবেন।