প্রশ্নকারী লিখেছেন 7 years ago
আমি পাঁচ মাস যাবত এই সমস্যায় ভুগছি ৷আমার ডান পায়ে হাটুর পিছন দিকে নরম অংশে আঙ্গুল দিয়ে চাপ দিল ব্যাথা টা খুব তৗব্র লাগে ৷ শুয়ে বা চেয়ারে বসে থাকলে ব্যাথা লাগে না ৷ আর্থো বিশেসগ্যের পরামর্শে আমাকে এক মাস রেস্ট দিয়ে কিছু ঔষুদ লিখে দেয় ৷ সেগুলো হল Sedil সাত দিন
Mayorelএক মাস
Indomet একুশ দিন
Esonix 20এক মাস ৷ কিন্তু আরোগ্য হয়নি৷

1 Reply

ডাক্তার লিখেছেন 7 years ago
আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। ঔষধের কোর্স শেষ হবার পর ডাক্তারের কাছে যেতে হয় ফলো-আপের জন্য। যেহেতু উক্ত ঔষধ গুলোতে আপনার অবস্থার উন্নতি হচ্ছে না, সেক্ষেত্রে পরবর্তী স্টেপ হবে MRI করা। এক্ষেত্রে আপনার ডাক্তারের পরামর্শ নিন। ধন্যবাদ।