প্রশ্নকারী লিখেছেন 7 years ago
আমার মাঝে মাঝে ৪ থেকে ৫ মাস পর পর ঠোঁট ফুলে যায় এবং প্রচন্ড চুলকানি হয় ৷এটি কি রোগ, কেন হয় এবং এর চিকিৎসা কি?

1 Reply

ডাক্তার লিখেছেন 7 years ago
আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। এলার্জিক রিএকশন এর কারনে এমন হতে পারে। এলার্জি আমাদের দেহে অনেকভাবে দেখা দিতে পারে যেমন চুলকানি, তকে লাল হয়ে ফুলে যাওয়া, শ্বাসকষ্ট, কাশি ইত্যাদি। বিভিন্ন কারনে এলার্জি হয়ে থাকে। এলার্জির কারন একেক জনের জন্য একেক রকম হয়। আপনার ক্ষেত্রে কি কারনে এলার্জি হচ্ছে তা বের করা জরুরী। কারন এলার্জি অনেকসময় মারাত্মক আকার ধারন করতে পারে।

তাই যখন আপনার এলার্জি দেখা দিবে তখনি ডাক্তারের কাছে দেখাতে হবে। এক্ষেত্রে এন্টিহিস্টামিন জাতীয় ঔষধ সেবন করতে পারেন। কি কারনে আপনার এলার্জি হচ্ছে তা দেখার জন্য ডাক্তার আপনাকে রক্তের কিছু পরিক্ষা দিতে পারেন। এছাড়া আপনাকে সচেতন হতে হবে। কি করলে বা কি খেলে এলার্জি বেড়ে যায় তা বের করে সতর্ক থাকুন। ধন্যবাদ।