প্রশ্নকারী লিখেছেন 7 years ago
আমার প্রায় ২ থেকে ৩ বছর হবে বুকের স্তন দুটো সাভাবিকের চেয়ে কিছুটা বড় হয়েছে এবং টিপ দিলে ব্যাথা পাই ৷ আমি এখনও কোনো চিকিৎসা করিনি ৷ এর কোনো জরুরি সমাধান চাই ৷

1 Reply

ডাক্তার লিখেছেন 7 years ago
আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আপনার সমস্যা শুনে মনে হচ্ছে আপনার গাইনোকমাসিয়া আছে। গাইনোকমাসিয়া একটি হরমোন জনিত সমস্যা। বয়সন্ধিকালে অনেকের ই এই সমস্যা হয় যা খুবই স্বাভাবিক এবং এমনি এমনি ভালো হয়ে যায়। আবার অনেকের ব্যাথা হওয়া, নিপল দিয়ে তরল নির্গত হওয়া, অত্যাধিক ফুলে যাওয়া ইত্যাদি সমস্যা দেখা দেয়।

গাইনোকমাসিয়া কেন হয়? পুরুষ হরমোন (টেষ্টোস্টেরন) এবং মহিলা হরমোন (ইস্ট্রোজেন) এর ভারসাম্য ঠিক না থাকলে মুলত এই সমস্যা হয়। কোন কারনে পুরুষ হরমোন কমে গিয়ে থাকলে, থাইরয়েড হরমোন বেড়ে গেলে, লিভার অথবা কিডনিতে সমস্যা থাকলে অথবা শরীরের কোথাও কোন টিউমার থাকলে গাইনোকমাসিয়া দেখা দিতে পারে।

তাই দেরী না করে মেডিসিন বা এন্ডোক্রাইনোলজিষ্ট (হরমোন) বিশেষজ্ঞ এর সাথে যোগাযোগ করুন। ডাক্তার আপনাকে দেখে এবং রক্তের কিছু পরীক্ষা করে আপনার গাইনোকমাসিয়ার কারন নিশ্চিত হবেন এবং সেই মোতাবেক চিকিৎসা দিবেন। ধন্যবাদ।