প্রশ্নকারী লিখেছেন 8 years ago
রাতে ঘুমোতে গেলে হাটুর নিচে মাংস পেশি গুলোতে চিবাতে ও কামরাতে থাকে। যখন মাসাজ করা হয় তখন কিচুখনের জন্য ভালো হয়।

1 Reply

ডাক্তার লিখেছেন 8 years ago
আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। কতদিন ধরে সমস্যা হচ্ছে?

আপনি সম্ভবত খুব বেশী পরিশ্রম করছেন যেমন অতিরিক্ত হাটা বা দৌড়ানো। আর ও যেসমস্ত কারনে এমন হতে পারেঃ
- রক্তে ক্যলসিয়াম, পটাসিয়াম বা অন্যান্য দরকারী উপাদান কমে গেলে বা পর্যাপ্ত ভাবে গ্রহন না করলে
- অনেকক্ষন ধরে শক্ত কোন স্থানে বসে থাকলে বা দাড়িয়ে থাকলে
- প্রচুর ঘাম হলে শরীর থেকে দরকারী পানি ও লবন বের হয়ে যায়
- এছাড়া আর ও কিছু রোগের উপসর্গ হিসাবেও এমন হতে পারে।

যা করতে পারেন
- অতিরিক্ত ঘাম হলে অবশ্যই স্যালাইন খাবেন
- প্রচুর পরিমানে পানি, তরল খাবার (বিশেষ করে ডাবের পানি) ও ফলমূল খাবেন
- একনাগারে অনেকক্ষণ বসে বা দাড়িয়ে থাকবেন না।

আপনি যে প্রেসক্রিপশন এর ছবি পাঠিয়েছেন, তাতে নিচের পরীক্ষা গুলো করতে বলা হয়েছে
- SGPT
- Serum Electrolyte
- Upper G Endocsopy