প্রশ্নকারী লিখেছেন 7 years ago
শিশুদের আমাশয় হলে কি করা দরকার?

1 Reply

ডাক্তার লিখেছেন 7 years ago
আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। শিশুর বয়স যখন ৬ মাস বা তার নিচে, তখন পায়খানায় সমস্যা হওয়া খুবই স্বাভাবিক। এবং অনেক ক্ষেত্রেই তা এমনি ভাল হওয়া যায়। এক্ষেত্রে শিশুকে মায়ের বুকের দুধ ছাড়া অন্য কিছু দেয়ার তেমন প্রয়োজন নেই কেননা মায়ের দুধ-এ পর্যাপ্ত পরিমান পুষ্টি ও রোগ প্রতিরোধের জন্য সহায়ক সব ধরনের উপাদান বিদ্যমান থাকে।

যদি পায়খানার সাথে রক্ত আসে তবে ঔষধের প্রয়জনীয়তা আছে। তবে কোন অবস্থায়ই মায়ের দুধ খাওয়ানো বন্ধ করা যাবে না। শিশু ও মা এবং আশে পাশের পরিবেশ অবশ্যাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যাতে কোন ধরনের জীবাণু আক্রমন না করে। যদি ২/৩ দিন এ শিশুর উন্নতি না হয় তবে একজন শিশু বিশেষজ্ঞের পরামর্শ নিন।