প্রশ্নকারী লিখেছেন
8 years ago
আমার সামী ঢাকা থাকেন মাসে ৪-৫ দিন আমার সােথ সেক্স করেন তো যখন থেকে সেক্স করেন তখন থেকেই আমার জরায়ু থেকে সাদা পানির মতো সব সময় বের হতে থাকে। আমি গোসল করার পরও বের হতেই থাকে। আমি নামজও পড়তে পারি না।এবং সে চলে যাওয়ার ১-২ দিন পর তা বন্ধ হয়।এখন তা বন্ধ করার কোনো উপায় আছে কি? বা এটা কোনো রোগ কিনা,আর রোগ হয়ে থাকলে কি করতে হবে জানান pls