প্রশ্নকারী লিখেছেন
8 years ago
আমার পা প্রায় ১ বছর ধরে ঝিমঝিম করে, ঝালাপোডা করে ও অনেক ভার হয়ে থাকে এই সমস্যার কারনে আমি হাঁটতেও পারছিনা আপনারা বলেছিলেন Tab.Neuro B এবং Cap.Pegalin 50 mg খেতে ৷আমি প্রায় দুই মাস আগে একটি MRI পরীক্ষা করেছিলাম এক নিউরোলজি ডাক্তারের পরামর্শে MRI রিপোর্ট ও ডাক্তারের প্রেসকিপশনের ছবি দেওয়া হলো ৷এই প্রেসকিপশনের ঔষধ আমি খাচ্ছি দুই মাস ধরে কিন্তু এর কোন উপকার পাচ্ছি না ৷এখন আমি কি করতে পারি? আমাকে দয়াকরে জানাবেন ৷