প্রশ্নকারী লিখেছেন
8 years ago
আমার দুই মাস যাবৎ মাসিক নাকি কি যেন বলে এটা হচ্ছে না ৷ সকালের পস্রাব পরীক্ষা করলাম baby chack এর মাধ্যমে সেখানে দুটো লাল দাগ দেখা গেছে ৷ এবং কয়েক দিন যাবৎ কিছু খেতে পারছি না, মুখে রুচি নেই, বমি বমি ভাব সবসময় থাকে, শরীরে হালকা হালকা জ্বর থাকে ৷ আমি কি গর্ভবতী হয়েছি কি না বুঝতে পারছি না ৷এখন আমি কি করবো৷