প্রশ্নকারী লিখেছেন
8 years ago
প্রশ্নঃ প্রায় ছোট কাল থেকেই আমার পায়ের নিচে (মানে পায়ের তলা ইটের মত শক্ত। আমি যখন হাটতে যাই তখন প্রচুর বেথা পাই। তাই আমি সপ্তাহে একবার পায়ের তলা ব্লেট দিয়ে কাটি, বেথা কম পাওয়ার জন্য। আমি এটার জন্য অনেক রকম চিকিৎসা করি যেমনঃ একবার অপারেশন করি কিন্ত তাতেও কাজ হয়নি। পরবর্তিতে বছর দুয়েক হোমিওপ্যাথিক ঔষধ খাই তাতেও কাজ হয়নি। তারপর ঢাকা পিজি হাসপাতালে চর্ম রোগের ডাক্তার এর কাছে যাই সেখানে তার অনেকদিন যাবৎ গ্যাস দেয় কিন্ত তাতেও কাজ হয়নি। আমি এখন এই পা নিয়ে অনেক সমস্যায় আছি। ঠিকমত হাটতে পারিনা। এটার জন্য বিকল্প কোন চিকিৎসা আছে কি?