প্রশ্নকারী লিখেছেন
8 years ago
আমি প্রায় দেড় বছর আগে কোরবানীর গরু কিনতে গিয়েছিলাম ৷ গরু আনার সময় পরিস্থিতির সিকারে গরুর সাথে দৌড়াতে হয়েছিল ৷আমি পড়ে যাইনি কিন্তু পরে পরের দিন আমি কোমরে ব্যাথা অনুভব করি ৷বেশ কয়েক দিন ব্যাথা ছিল ৷ কিন্তু এখন প্রায় চার পাঁচ মাস ধরে ব্যাথাটা আবার পাচ্ছি ৷ রিকশায় বসলে, নামাযের সেজদা ও রুকুর সময় বা কোমরে ভর পাওয়ার মত কোনো কাজ করলে বেশি ব্যাথা অনুভব হয় ৷ এখন আমি কি ঔষধ খাব? কেলসিয়ামের টেবলেট খেলে উপকার পাব কি না?