প্রশ্নকারী লিখেছেন 7 years ago
আমার প্রায় ২ থেকে ৩ বছর ধরে পেটের ভেতর ব্যাথা ও বুকে ব্যাথা হাসপাতালের ডাক্তার কিছু পরীক্ষা দিলে তা করাই তবে এখনও জানিনা কি হয়েছে ৷রিপোর্ট গুলোর ছবি দিলাম দয়া করে জানাবেন ৷

1 Reply

ডাক্তার লিখেছেন 7 years ago
আপনার প্রশ্ন ও রিপোর্টের ছবির জন্য ধন্যবাদ। আমি অত্যন্ত দুখের সাথে জানাচ্ছি রিপোর্ট খুব বেশী ভাল না। এন্ডোস্কপি ও হিস্টোপ্যাথলজি রিপোর্ট অনুযায়ী আপনার পাকস্থলীতে ক্যান্সার এর অস্তিত্ত পাওয়া গেছে। ক্যান্সার সেল শরীরের বিভিন্ন স্থানে ছড়িয়ে যাওয়ার ভিত্তিতে বিভিন্ন নাম দেয়া হয়। এগুলোকে স্টেজিং বলে। যেমন স্টেজ -১, স্টেজ -২ ইত্যাদি। নাম্বার যত বেশী ভয়াবহতা তত বেশী। আপনার ক্ষেত্রে স্টেজ -৩ তে আছে। অর্থাৎ পাকস্থলীর আশেপাশের লিম্ফনোড এ ক্যান্সার এর সেল ছড়িয়ে পরেছে।

এ অবস্থায় সাধারনত সার্জারী অথবা কেমোথেরাপি বা দুটিই দেয়া হয়ে থাকে। আপনি খুব দ্রুত সার্জিক্যাল অঙ্কোলোজি ডিপার্ট্মেন্ট এ যোগাযোগ করুন।