প্রশ্নকারী লিখেছেন 7 years ago
আমার পা প্রায় ১ বছর ধরে ঝিমঝিম করে, ঝালাপোড়া করে ও অনেক ভার হয়ে থাকে ৷ এই সমস্যার কারনে আমি রাতে ঘুমাতে পারছি না ৷বঁৃৃ এবং হাটতেও পারছি না ৷ আমার কোনো ডায়বেটিস নেই ৷ আপনারা বলেছিলেন Tab.Neuro B এবং
Cap. Pegalin 50 mg খেতে কিন্তু প্রায় দেড় মাস যাবৎ আমি Tab. Neobion এবং Cap. Lyric 50 mg খাচ্ছি ৷ আপনাদের দেওয়া এবং আমি যেগুলো খাচ্ছি এসব তো একই৷তবে আমি কোনো উপকার পাচ্ছি না কেন? এখন আমি কোন বিশেশজ্ঞ ডাক্তারের কাছে যাব?

1 Reply

ডাক্তার লিখেছেন 7 years ago
ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশ্ন করার জন্য,
অনেক গুলো কারণে এই অসুবিধা হতে পারে। প্রথম এই জানতে হবে আপনার Diabetes আছে কিনা? আপনার Thyroid hormones ও চেক করতে হবে।
আপনি আপাতত নিচের মেডিসিন গুলো শুরু করেন।

Rx
Tab. Neuro B 1+1+1 for 1 Months.
Cap. Pegalin 50 1+0+1 for 15 Days.
কোনও অসুবিধা হলে আমাদের সাথে যোগাযোগ করবেন।