প্রশ্নকারী লিখেছেন 7 years ago
আমার স্ত্রীর পিরিয়ডের ডেট সব সময় আগের মাসের দুইদিন পরে হয় যেমন সেপ্টেম্বর মাসে ১৩ তারিখে অক্টোবর মাসে ছিল ১৫ তারিখে নভেম্বর মাসে ১৭ ডিসেম্বর মাসে ১৯ তারিখে কিন্ত এমাসে তার পিরিয়ড হওয়ার ডেট সেহিসেবে ২১ তারিখে হলেও ১৫ তারিখেই পিরিয়ড হয়ে গেসে। যেহেতু আমরা গত দুইমাস ধরে বেবির জন্যে আমরা ট্রাই করছি তার এবার অভুলেশনের ডেট ছিল ৬ তারিখে এত তাড়াতাড়ি পিরিয়ডের কারন জানতে চাচ্ছি। আর তাহলে কি এই মাসে আর প্রেগন্যান্ট হওয়ার চান্স নাই??? pls itz urgent

No Reply