প্রশ্নকারী লিখেছেন 7 years ago
আমি বাবা হতে চাই।আর আমি ঢাকা চাকুরী করি আমার স্ত্রী বাড়িতে থাকে যেহেতু সবসময় স্ত্রীর সাথে sex করা হয় না তাই আমি জানতে চাই স্ত্রীর মাসিক শেষ হওয়ার কতদিন পরে সেক্স করলে সে গর্ভবতী হবে এবং মাসিক শুরু হওয়ার কতদিন আগে সেক্স করলে সে গর্ভবতী হবে দয়া করে জানাবেন।

1 Reply

ডাক্তার লিখেছেন 7 years ago
আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আপনি গুরুত্বপূর্ন প্রশ্ন করেছেন। সন্তান জন্মদানের জন্য মহিলাদের অভুলেশন এর ১২ থেকে ২৪ ঘন্টার এর মধ্যে যদি প্রোটেকশন ছাড়া সেক্স করা হয় তবে গর্ভবতী হবার সম্ভাবনা বেশী থাকে।

কিভাবে জানবেন কবে এই অভুলেশন হল তাই তো? খুবই সহজ হিসাব করে এই তারিখ বের করে ফেলা যায়। সাধারণত যেসব মহিলার ২৮ দিনে মাসিক হয়, তাদের ক্ষেত্রে শেষ মাসিকের প্রথম দিন থেকে পরের ১৪ তম দিনে অভুলেশন হয়। অভুলেশনের ফলে ডিম্বানু নিষিক্ত হবার জন্য প্রস্তুত থাকে এবং ১২ থেকে ২৪ ঘন্টা পর্যন্ত জীবিত থাকে। এই সময়ের মধ্যে সেক্স করা না হলে ডিম্বানু নষ্ট হয়ে যায়। এখানে উল্লেখ্য প্রতিমাসে ১টি ডিম্বানু নিষিক্ত হবার জন্য প্রস্তুত থাকে।

একটি উদাহরণ দিলে বিষয়টি পরিষ্কার হবে। ধরা যাক, কোন মহিলার ১৫ জুলাই মাসিক শুরু হয়েছে এবং উনার ২৮ দিন পর পর মাসিক হয়। তাহলে ১৪ তম দিনটি হবে ২৯ জুলাই। এই তারিখে উনার অভুলেশন হবে এবং পরবর্তী ১২ থেকে ২৪ ঘন্টার মধ্যে সেক্স করা হলে উনার গর্ভবতী হবার দারুন সম্ভাবনা থাকবে। এখন যেসব মহিলার ২৮ দিন বা তার চেয়ে কম বা বেশী সময় পর পর মাসিক হয় তাদের ক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে ১৪তম দিনের আগে ও পরে ৩ দিন এর যেকোন একদিন অভুলেশন হতে পারে।

আশা করব আপনি বিষয়টি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। ভালো থাকবেন।