প্রশ্নকারী লিখেছেন 7 years ago
কাল রাত্র থাকে বুকে বাথা
dector দেখানোর পর

1 Reply

ডাক্তার লিখেছেন 7 years ago
প্রেসক্রিপশন এর ছবি যুক্ত করার জন্য ধন্যবাদ। আপনার প্রশ্ন ঠিক বোঝা যাচ্ছে না। প্রেসক্রিপশন দেখে বোঝা যায় আপনি ৫ মাসের গর্ভবতী এবং বুকে ব্যথার জন্য হাসপাতালে গিয়েছেন। বুকে ব্যথার অনেক কারনের মধ্যে গ্যাস এর ব্যথা অন্যতম। আপনাকে গ্যাস এর ব্যথার চিকিৎসা দেয়া হয়েছে। সাথে সাথে হৃদপিণ্ডের কোন সমস্যা আছে কিনা তা জানার জন্য ECG করতে বলা হয়েছে। যে ঔষধ এবং ইঞ্জেকশন দেয়া হয়েছে তাতে আপনার ব্যথা কমে যাওয়ার কথা। যদি না কমে থাকে তবে ECG করে রিপোর্ট নিয়ে ওই হাসপাতালে চলে যান।

আর আপনি যেহেতু গর্ভবতী, আমি আশা করছি গর্ভ-কালীন চেক-আপ আপনি করিয়েছেন। যদি না করে থাকেন তবে দ্রুত চেক-আপ করিয়ে নিন। ধন্যবাদ। ভালো থাকবেন।