প্রশ্নকারী লিখেছেন 7 years ago
আমি দীর্ঘদিন ধরে এডিমায় আক্রান্ত। প্রায়ই আমার হাত পা, মুখ সহ শরীরের সব অংগ ফোলে যায়। তবে একত্রে না। কখনো হাত কখনো পা কখনো মুখ এমনকি পেট, পিট ও যৌনাঙ্গ কিংবা কখনো একসাথে একের অধিক অংগ ফোলে যায়। আগে কখনো মুখ না ফোললেও ইদানিং 5/6 মাস পর পর মুখও ফোলে যাচ্ছে। 3/4 দিন পর পানি সরে গিয়ে নিজে নিজে আবার ফোলা কমে যায়। কিন্তু এই রোগ আমার জন্য খুবই বিব্রতকর। এর কি স্থায়ী কোন চিকিৎসা আছে? কিংবা কিভাবে এর থেকে পরিত্রাণ পেতে পারি। উল্লেখ্য যে, আমার মায়ের ও এই একই সমস্যা গুলো আছে।

No Reply