প্রশ্নকারী লিখেছেন 7 years ago
আমি প্রায় দেড় বছর আগে কোরবানীর গরু কিনতে গিয়েছিলাম ৷ গরু আনার সময় পরিস্থিতির সিকারে গরুর সাথে দৌড়াতে হয়েছিল ৷আমি পড়ে যাইনি কিন্তু পরে পরের দিন আমি কোমরে ব্যাথা অনুভব করি ৷বেশ কয়েক দিন ব্যাথা ছিল ৷ কিন্তু এখন প্রায় চার পাঁচ মাস ধরে ব্যাথাটা আবার পাচ্ছি ৷ রিকশায় বসলে, নামাযের সেজদা ও রুকুর সময় বা কোমরে ভর পাওয়ার মত কোনো কাজ করলে বেশি ব্যাথা অনুভব হয় ৷ এখন আমি কি ঔষধ খাব? কেলসিয়ামের টেবলেট খেলে উপকার পাব কি না?

1 Reply

ডাক্তার লিখেছেন 7 years ago
আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ।
আপনি কোমরে ব্যাথা পেয়েছিলেন, ব্যাথা কি এমনিতেই ভালো হল নাকি কোন ঔষধ খেয়েছেন তা বলেন নাই। আঘাত প্রাপ্ত কোমর ব্যাথা অনেক ক্ষেত্রেই খারাপ আকার ধারন করতে পারে। ব্যাথা যদি বেশী থাকে তবে ভরা পেটে এসিক্লোফেনাক জাতীয় দিনে ২ বেলা ঔষধ খেতে হবে সাথে গ্যস এর ঔষধ। কিছুদিন ক্যালসিয়াম খাওয়া যেতে পারে তবে ডাক্তার দেখিয়ে ঔষধ খাওয়াটাই আপনার উচিত হবে। কারন আপনার ব্যাথা পুরানো। ধন্যবাদ।