প্রশ্নকারী লিখেছেন 7 years ago
আমি জানতে চাই ডাক্তাররা কেন এত টেষ্ট দেয়? এগুলোকি আসলেই দরকার নাকি কমিশন এর জন্য এমন করা হয়?

1 Reply

ডাক্তার লিখেছেন 7 years ago
আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আপনি গুরুত্বপূর্ন ও সময় উপযোগী প্রশ্ন করেছেন।

প্রথমেই আপনাকে চিকিৎসা বিজ্ঞান এ সম্পর্কে কি বলে তা জানাতে চাই। চিকিৎসা বিজ্ঞান অনুমান নির্ভর নয়। একজন ডাক্তার যখন আপনার চিকিৎসা করে তখন উনি চেষ্টা করেন আপনার সমস্যার প্রকৃত কারন চিহ্নিত করতে। একে ডায়াগনোসিস বলা হয়। সঠিক ভাবে ডায়াগনোসিস এর জন্য অত্যাবশ্যক কিছু করনীয় আছে যেমন, হিস্ট্রি নেয়া, শারীরিক পরিক্ষা নিরিক্ষা করা (যেমন পালস দেখা, প্রেশার মাপা ইত্যাদি) এবং ল্যাব টেষ্ট করা।

একটি উদাহরন দিলে বিষয়টি পরিস্কার হবে। ধরুন আপনার প্রায় প্রতিদিন হালকা জ্বর থাকে যা বিকালের দিকে বেড়ে যায় এবং আপনার ওজন আস্তে আস্তে কমে যাচ্ছে। আপনি ডাক্তারের কাছে আসলেন। উনি আপনার হিস্ট্রি নিবেন। আপনাকে পরীক্ষা করবেন। আপনার এই সমস্যা গুলো কেন হচ্ছে তা এখন নিশ্চিত হয়া দরকার। উনি সম্ভাব্য কয়েকটি রোগের কথা মাথায় আনবেন এবং চেষ্টা করবেন এগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ রোগটি আপনার হয়েছে কিনা তা নিশ্চিত হতে। নিশ্চত হবার উপায় একটা-ই, ল্যাব টেষ্ট।

যদি এমন হত যে ডাক্তারের চোখে কোন যন্ত্র থাকত যা দিয়ে উনি আপনার শরীরের ভিতরের অঙ্গ-প্রত্যঙ্গ বা রক্তের বিভিন্ন উপাদান দেখতে পেতেন, তবে ল্যাব টেষ্ট এর কোন প্রয়োজনীয়তা থাকত না। বাস্তবে এমন কোন যন্ত্র বা শক্তি ডাক্তারদের নেই। তাই ল্যাব টেস্টের কোন বিকল্প নেই আমাদের কাছে।

এবার আসি কমিশন প্রসঙ্গে। যেহেতু ডায়াগনস্টিক ল্যাব গুলো বাণিজ্যিক ব্যাবসা প্রতিষ্ঠান, তারা চাইবে তাদের ব্যবসা যেন ভালো হয়। এই উদ্দেশ্য তারা প্রতিটি টেষ্টের মুল্যের একটি অংশ ডাক্তারকে প্রদান করে। অনেক ডাক্তার-ই এই কমিশন নেয় আবার অনেকেই কমিশনের অংশটা আপনাকে ডিসকাউন্ট করে দেয়।

আশা করব আপনি বিষয়টি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।