ভালো স্বাস্থ্য সেবা প্রাপ্তি যেসব বিষয়ের নির্ভর করে তার মধ্যে অন্যতম প্রধান হচ্ছে আপনার এবং ডাক্তারের সাথে কথপোকথন। আপনি আপনার সমস্যা যত ভালো ও বিস্তারিত ভাবে উপস্থাপন করবেন ততই আপনার জন্য মঙ্গল। এজন্য ডাক্তারের কাছে যাবার আগে আপনার কিছু পুর্ব প্রস্তুতি নেয়া দরকার।
চলুন জেনে নেয়া যাক ডাক্তারের কাছে যাবার আগে আপনার কি কি প্রস্তুতি থাকতে পারে।
- প্রথমেই পূর্বের সব ধরনের কাগজপত্র (যেমন প্রেসক্রিপশন, রিপোর্ট ইত্যাদি) তারিখ অনুসারে গুছিয়ে রাখা।
- যে সমস্যার জন্য ডাক্তারের কাছে যাচ্ছেন সেটি কি কি কাজ করলে বাড়ে বা কমে সে বিষয়গুলো আগে থেকেই নোট করে রাখা
- কোন কোন ঔষধ এ আপনার এলার্জি বা কোন ধরনের প্রতিক্রিয়া হয় কিনা এ বিষয়ে নোট নিয়ে রাখা
- পরিবারের কাউকে বা কোন বিশ্বস্ত বন্ধুকে সাথে নিয়ে যাওয়া। এক্ষেত্রে একজনই যথেষ্ট। তবে রোগীর অবস্থা যদি খারাপ থাকে তবে সাথে ২ জন এর বেশি না নেয়াই ভাল। এতে হসপিটাল বা চেম্বারে রোগী দেখার অনুকুল পরিবেশ বজায় থাকবে।
ডাক্তারের কাছ থেকে চলে আসার আগে আপনার আসলে কি রোগ হয়েছে তা জানতে চাবেন। এছাড়াও অন্য কোন প্রশ্ন থাকলেও তা জিজ্ঞাসা করবেন। একজন ভালো ডাক্তার অবশ্যই রোগ ও করনীয় সম্পর্কে আপনাকে বিস্তারিত জানাবেন।
শেষ কথা হল আপনাকে ধৈর্য রাখতে হবে এবং ডাক্তারের সাথে মার্জিত ব্যাবহার করতে হবে। কোনভাবেই ডাক্তারের উপর রেগে যাওয়া যাবে না বা খারাপ আচরন করা যাবে না। এতে ফল আপনারই খারাপ হবে।