পায়ু পথের ক্যান্সার

আমাদের শরীরের যত ধরনের ক্যন্সার হয় তার মধ্যে পায়ু পথের ক্যান্সার সাধারনত বিরল। পায়ুপথ বা এনাস হল পরিপাক নালীর শেষ অংশ যেখান দিয়ে মল শরীর থেকে বের হয়ে যায়। এনাস বৃহদান্ত্রের শেষ ভাগ যা স্কিন বা ত্বকের বহিরাবরন দিয়ে ঢাকা থাকে। এই এনাস এর টিস্যুর ক্যন্সার কোষ থেকে এনাল ক্যন্সার বা পায়ু পথের ক্যান্সার এর সূত্রপাত হয়।

পায়ু পথের ক্যান্সার এ সাধারনত নিচের লক্ষন গুলো থাকে

  • পায়ুপথ দিয়ে রক্তক্ষরণ (তাজা রক্ত বা মলে মিশানো কালো বা বাদামী রক্ত)
  • পায়ুপথে ব্যাথা বা ফুলে যাওয়া
  • পায়ুপথে চুলকানি
  • এবং রক্ত ছাড়া যে কোন ধরনের তরল নির্গত হওয়া

যে কোন ক্যান্সার এর চিকিৎসা যেভাবে হয়, পায়ু পথের ক্যান্সার এর চিকিৎসা ও সেভাবে হয়। ক্যান্সার কি অবস্থায় আছে তার উপর ভিত্তি করে স্ট্যজিং করা হয়। এক এক স্ট্যাজ এ চিকিৎসা এক এক ধরনের হয়। সাধারনত রেডিওথেরাপী, কেমোথেরাপী ও সার্জারী এই তিন প্রক্রিয়ার যে কোন একটি বা একাধিক প্রয়োগ করে চিকিৎসা দেয়া হয় এবং তা নির্ভর করে ক্যান্সার কোষ এর আকার, আকৃতি, অবস্থান এবং আশেপাশের টিস্যুতে ছড়িয়ে পরেছে কিনা তার উপর। 

নিম্নোক্ত অভ্যাসগুলি এই জাতীয় ক্যান্সার কমায়ঃ

  • তৈল চর্বি জাতীয় খাদ্য কম খাওয়া
  • শাক-সবজি বেশী খাওয়া
  • মদ্যপান ও ধূমপান পরিহার করা
  • ক্যালসিয়াম জাতীয় খাদ্য বেশী খাওয়া
  • নিয়মিত ব্যয়াম করা
  • পলিপ জাতীয় রোগ থাকলে তা প্রথমেই কেটে ফেলা। রেখে দিল তা থেকে ক্যান্সার হতে পারে।
সংশ্লিষ্ট আর্টিকেল
ক্যাটাগরি