একিউস্টিক নিউরোমা

নিউরোমা নার্ভের একটি বিনাইন (কম ক্ষতিকর) টিউমার। কানের সাথে ব্রেইন এর সংযোগকারী নার্ভে এই টিউমার হলে তাকে একিউস্টিক নিউরোমা বলে। এই টিউমার খুবই ধীরে বড় হয়। বৃদ্ধির সাথে সাথে তা শ্রবনশক্তি ও ভারসাম্য রক্ষাকারী নার্ভের উপর চাপ প্রয়োগ করে। শুরুতে কোন লক্ষণ নাও থাকতে পারে অথবা নীচের লক্ষনগুলো থাকতে পারে-
  • যেকোন এক কানে কম শোনা
  • কানে শো-শো বা অন্য কোন শব্দ শোনা
  • মাথা ঝিম ধরা এবং ভারসাম্য রক্ষায় সমস্যা হওয়া
এই টিউমার এর কারনে মুখ-মন্ডলের অনুভুতি শক্তি কমে যেতে পারে এমনকি প্যারালাইসিস ও হতে পারে। টিউমার অনেক বড় হয়ে গেলে তা ব্রেইনের উপর মারাত্মক চাপ ফেলতে পারে যা জীবনের জন্য হুমকিস্বরূপ।

একিউস্টিক নিউরোমা নির্ণয় করা কঠিন, কারন এর লক্ষনগুলো মধ্য কর্ণের সমস্যার লক্ষনগুলোর মতই। কানের টেষ্ট, শ্রবনশক্তির টেষ্ট এবং রেডিওলজিক্যাল টেষ্টের মাধ্যমে তা সনাক্ত করা হয়ে থাকে। 

টিউমার আকারে ছোট থাকলে নিয়মিত চেক-আপ এ থাকতে হবে। টিউমার অপসারণে সাধারনত সার্জরী বা রেডিওথেরাপীর পরামর্শ দেয়া হয়। শ্রবনশক্তির উভয় নার্ভের টিউমার অনেক সময় বংশগত কারনে হয়ে থাকে যা নিউরোফাইব্রোমেটোসিস নামে পরিচিত।
সংশ্লিষ্ট আর্টিকেল
ক্যাটাগরি