ব্রণ (একনি)

ব্রণ একটি সাধারণ চর্মরোগ যাতে ফুস্কুড়ি বা পিম্পলস দেখা দেয়। আপনার ত্বকের নিচে থাকা লোমগ্রন্থি (হেয়ার ফলিকল) যখন আটকে যায়, তখন ফুস্কুড়ি তৈরি হয়। মুখ, ঘাড়, পিঠ, বুক এবং কাঁধে বেশিরভাগ ব্রণ হয়। যে কোন বয়সে ব্রণ পেতে পারে, কিন্তু কিশোর বয়সে এবং তরুণ প্রাপ্তবয়স্কদের মধ্যে এটা খুবই সাধারণ। এটা গুরুতর নয়, কিন্তু এটা দাগ সৃষ্টি করতে পারে।

ব্রণের সঠিক কারণ অজ্ঞাত। কিশোর বয়সে এবং গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তন সম্ভবত একটি ভূমিকা পালন করে। ব্রণ সম্পর্কে অনেক ধারনা প্রচলিত আছে। এক্ষেত্রে চকোলেট ও চর্বিযুক্ত খাবারকে প্রায়ই দোষ দেয়া হয়, কিন্তু খাবারের সাথে ব্রণের সম্পর্ক থাকার প্রমাণ নেই বললেই চলে। আরেকটি সাধারণ মিথ হল অপরিচ্ছন্ন ত্বক; যদিও ব্ল্যাকহেডস বা পিম্পলস ধুলোময়লা থেকে হয় না। স্ট্রেস বা মানসিক চাপ থেকে ব্রণ না হলেও তা ব্রণের সমস্যা বাড়াতে পারে। 

আপনার ব্রণ হয়ে থাকলে
  • আলতো করে আপনার ত্বক পরিষ্কার করুন
  • অকারণে ত্বক স্পর্শ করা এড়িয়ে চলুন
  • রোদ এড়িয়ে চলুন
ব্রণের চিকিৎসায় ঔষধ এবং ক্রিম ব্যবহার করার পরামর্শ দেয়া হয়।
সংশ্লিষ্ট আর্টিকেল
ক্যাটাগরি