ফোঁড়া (অ্যাবসেস)

অ্যাবসেস হল শরীরে পূঁজের একটি পকেট সৃষ্টি হওয়া। শরীরের যেকোন জায়গায় অ্যাবসেস হতে পারে। শরীরের কোন একটি অংশে ইনফেকশন হলে আপনার শরীরের ইমিউন (রোগ প্রতিরোধ) সিস্টেম ইনফেকশনকে প্রতিহত করার চেষ্টা করে। শ্বেত রক্তকণিকা (হোয়াইট ব্লাড সেল) সংক্রমিত অংশে পৌঁছে ক্ষতিগ্রস্ত টিস্যুর মধ্যে জমা হয় এবং প্রদাহ সৃষ্টি করে। এই প্রক্রিয়া চলাকালীন পূঁজ তৈরি হয়। পূঁয জীবিত ও মৃত শ্বেতকণিকা, জীবাণু, এবং মৃত টিস্যুর একটি মিশ্রণ।

ব্যাকটেরিয়া, ভাইরাস, প্যারাসাইট এবং ক্ষতিকর বস্তু - এ সবই অ্যাবসেস তৈরি করতে পারে। ত্বকের অ্যাবসেস সনাক্ত করা সহজ, কারণ তা লাল হয়ে যায়, ফুলে ওঠে এবং তাতে ব্যথা হয়। কিন্তু শরীরের ভিতরে অ্যাবসেস সুস্পষ্ট নাও হতে পারে এবং তা মস্তিষ্ক, ফুসফুস সহ অন্যান্য অঙ্গের ক্ষতি করতে পারে। এন্টিবায়োটিক এবং নিষ্কাশন (ড্রেইনেজ) এর মাধ্যমে এর চিকিৎসা সম্ভব।
সংশ্লিষ্ট আর্টিকেল
ক্যাটাগরি