পেটে ব্যথা

পেট বলতে শরীরের বুক থেকে কুঁচকি পর্যন্ত অংশকে বোঝায়। এতে পাকস্থলী ও অন্ত্র ছাড়াও অারও অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গ রয়েছে। এর যে কোন একটি থেকেই পেটে ব্যথা হতে পারে। তাছাড়া শুরুতে ব্যথা পেটে না হয়ে অন্য কোথাও, যেমন বুকেও অনুভূত হতে পারে। ব্যথার তীব্রতার সঙ্গে সমস্যার গুরুত্ব সবসময় মেলানো যায় না। অনেক সময় গুরুতর কোন রোগের উপসর্গ অল্প ব্যথার মধ্যেও সীমাবদ্ধ থাকতে পারে। 

যদি অল্প ব্যথা এক সপ্তাহ বা তার বেশি স্থায়ী হয়, তাহলে ডাক্তারের পরামর্শ নেয়া উচিত।

তাৎক্ষনিকভাবে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে যদি

  • হঠাত পেটে তীব্র এবং ধারালো ব্যথা হয়
  • পেটে ব্যথার সঙ্গে বুক, কাঁধ বা ঘাড়ে ব্যথা হয়
  • বমি বা পায়খানার সঙ্গে রক্ত যায়
  • পেট শক্ত হয়ে যায়, খিঁচে থাকে এবং স্পর্শ করলেই ব্যথা লাগে
  • পায়খানা বন্ধ হয়ে যায়, বিশেষতঃ সেই সাথে যদি বমিও হয়

সংশ্লিষ্ট আর্টিকেল
ক্যাটাগরি